নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৪, ২০২২

নেত্রকোণায় স্ত্রীকে হত্যার করার দায়ে স্বামী মিলন মিয়াকে ফাঁসির দন্ড প্রদান করেছেন বিচারক।

সোমবার দুপুরে(১৪ ফেব্রুয়ারী)জেলা দায়রা জজ আদালতের বিচারক মো: শাহজাহান কবীর এই রায় দেন। মামলার বিবরনে জানা যায় আসামী মিলন মিয়া ২০১৭ সালে ১৯ আগস্ট তার স্ত্রীকে হত্যা করে।

মিলন মিয়ার বাড়ি নেত্রকোণার বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামে। তিনি নরসিংদীতে একটি টিভি ফ্রিজের দোকানে কাজ করতেন। সেখানে নাসরিন নামে নারীর সাথে প্রেম হয়, তা থেকে বিয়ে। বিয়ের কিছুদিন পর মিলন মিয়া জানতে পারেন নাসরিন একজন কল গার্ল। সে বেশ কিছুদিন যাবৎ দেহব্যবসা চালিয়ে আসছেন। এটিকে কেন্দ্র করে মিলন মিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায় মিলন মিয়া তাকে হত্যার পরিকল্পনা করেন। কৌশলে মিলন মিয়া নাসরিনকে নেত্রকোণা পৌর শহরের হোসেনপুর এনে ধান ক্ষেতে রাতে হত্যা করে ফেলে যান।

নেত্রকোণা থানার উপ পরিদর্শক সোলায়মান হক বাদী হয়ে ঘটনার পরদিন মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারী আসামীর বিরুদ্ধে চার্জ ঘটন করে পুলিশ।উপযুক্ত সাক্ষ্য গ্রহনের মাধ্যমে সোমবার এই প্রদান করেন বিচারক।এ সময় আসামী মিলন মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

Loading