বিমানবন্দরে ধরা

করোনায় পজিটিভ টাকায় রিপোর্ট দিচ্ছে নেকগটিভ

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ , জানুয়ারি ৩১, ২০২২

ইফতেখাইরুল আলম

নোয়াখালী বিদেশ গামী যাত্রীদের করোনা টেস্ট ও টিকা নিয়ে চলছে জাল-জালিয়াতি।করোনা পজিটিভ থাকা সত্বেও টাকার বিনিময়ে নেগেটিভ করে রিপোর্ট দিচ্ছে একটি চক্র এবং টিকা না দিয়েও মিলছে সাটিফিকেট। জানা গেছে,অপরদিকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যাওয়ার পর পূনরায় পরিক্ষায় করোনা পজিটিভ আসার ঘটনা বেড়ে যাওয়ায় এ চক্র টিকে চিন্থিত করার জন্য মাঠে নেমেছে গোয়েন্দা।ইতোমধ্যে করোনা টেস্ট নিয়ে ভয়াবহ জাল জালিয়াতিতে প্রথম গ্রেফতার হয়েছিল উত্তরার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ।এতে অন্যান্য হাসপাতাল সর্তক হলেও গত দুই বছর পর করোনার নতুন রুপ ওমিক্রন নামে বেড়ে যাওয়ার ফলে আবারও জাল জালিয়াতির আশ্রয় নিচ্ছে এক ধরনের দালাল চক্র।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,হযরত শাহজালাল ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী(ইউএসএ)যাএীদের মধ্যে অনেকে ৪৮ ঘন্টার আগে নমুনা পরিক্ষা নেগেটিভ হলেও যাএার ৬ ঘন্টা আগে করা টেস্ট করোনা পজিটিভ হচ্ছেন।আর এ সব যাএীরা করোনা পজিটিভ হওয়ায় তাদের যাএা অনিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।এতে করে যেমন যাএীরা ভোগান্তির শিকার হচ্ছেন,অন্যদিকে বিপুলসংখ্যক করোনা পজিটিভ রোগীকে হাসপাতালে ভর্তি নিয়েও সমস্যা দেখা দিচ্ছে বলে জানা গেছে।

Loading