রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ডিসেম্বর ১৫, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড়ে অরাজনৈতিক সংগঠন পুতুল ফাউন্ডেশনের  বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান  বুধবার(১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান কর্মসূচির  আহবায়ক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার  রামেশ্বর শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহযোগি অধ্যাপক ডাক্তার নিখিল চন্দ্র নাথ।  অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরি, রামগড় সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মংসাজাই মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু কাউসার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের। সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলুর সঞ্চলনায়  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গাইনী চিকিৎসক সহকারি অধ্যাপক মীনা দেবী, বালিকা উচ্চ বিদালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক মো: বাহার উদ্দিন।
আলোচনাসভা শেষে পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও বই এবং  রামগড় সরকারি উচ্চ বিদালয়, বালিকা উচ্চ বিদালয় ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের  পাঠাগারের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলা একাডেমির বিভিন্ন  বই উপহার হিসেবে প্রদান করা হয়।

Loading