রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ , ডিসেম্বর ৮, ২০২১

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় শোভাযাত্রা, মুক্তি যুদ্ধের স্মৃতি ভাস্কর্য “বিজয়” স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বাবুল মজুমদার, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনারা যুদ্ধের মাধ্যমে রামগড় কে এই দিনে হানাদার মুক্ত করা হয়। ৭১ এর ৮ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী কে পরাজিত করে স্বাধীন বাংলার পতাকা রামগড়ের মাটিতে প্রথম উত্তোলন করা হয়।

Loading