রামগড়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ডিসেম্বর ৩, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
রামগড় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শুক্রবার( ৩ ডিসেম্বর)সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা,প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই ও কম্বল বিতরণের আয়োজন করে। সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার।আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী প্রমূখ।সভায় বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিয়ে সুন্দরভাবে জীবনযাপনের জন্য প্রতিবন্ধীদের সরকারি সেবার আওতায় আসার আহবান জানান।প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তা,ঔষধ ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, ১ টি পৌরসভা ও ২ টি ইউনিয়নের ৫০ জন প্রতিবন্ধীদের ভাতা বই ও কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আহমদ,সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলাতে হোসেন,সহকারী আইসিটি পোগ্রামার মোঃরেহান উদ্দীন,স্থানীয় সাংবাদিকবৃন্দ,সুবিধাভোগী সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Loading