সাভারে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ , নভেম্বর ৬, ২০২১

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এ স্লোগানে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

৬ নভেম্বর শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমবায় দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়।

প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সাভার উপজেলা সমবায় অফিস কার্য্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহম্মেদ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়। এসময় উপজেলা সমবায় সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাভার উপজেলার ৯ টি সমবায় সংগঠনের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

Loading