কে হচ্ছেন কমার্স স্টার?

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২১

কমার্স স্টার এর খোঁজে নবম-দশম শ্রেণির কমার্স গ্রুপের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো কমার্স অলিম্পিয়াড ২০২১। চকবাজারস্থ বি.টি কোচিং এ অলিম্পিয়াডের আয়োজন করে। প্রথম বারের মতো আয়োজিত এ অলিম্পিয়াডে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ৫ নভেম্বর শুক্রবার সকাল ১০.৩০ টায় কমার্স অলিম্পিয়াড ২০২১ পরিক্ষার হল পরিদর্শন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন, অধ্যাপক আবদুর রহিম, অধ্যাপক সোলাইমান চৌধুরী, বি.টি কোচিং এর পরিচালক আজিজুল হক, এরশাদ আনোয়ার ছিদ্দিকী প্রমুখ। কমার্স অলিম্পিয়াডের উদ্যোক্তা আজিজুল হক জানান, কমার্স গ্রুপের শিক্ষার্থীদের কম্পিটিটিভ এক্সামে অভ্যস্থ এবং চট্টগ্রামে কমার্স শিক্ষার্থীদের উৎসাহিত করতেই কমার্স অলিম্পিয়াডের আয়োজন। কমার্স স্টারকে দেওয়া হবে ল্যাপটপ। সর্বমোট ১০০ শিক্ষার্থীকে সনদ ও প্রাইজ বণ্ড দিয়ে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

Loading