করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ , অক্টোবর ২১, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। এর আগে গতকাল (২০ অক্টোবর) ৬ জনের মৃত্যু এবং ৩৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬০৯ জনের। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮টি। এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫৩৪ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৩০ হাজার ৩৮ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৩, চট্টগ্রামের ৪, রাজশাহীর ১ এবং ময়মনসিংহের একজন রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Loading