আঁচল হোক ফেনীর গণমানুষের পত্রিকা

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , অক্টোবর ১৫, ২০২১

শহর প্রতিনিধি: আঁচল হোক ফেনীর গণমানুষের পত্রিকা। আঁচলের মাধ্যমে ফেনীর সংবাদপত্র ও সাংবাদিকতা আরও বেগবান হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। মঙ্গলবার বিকালে শহরের ড. সাজ্জাদ হোসেন মিলনায়তনে মাসিক ফেনীর আঁচল পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, ফেনীর প্রচুর গুণি মানুষ জাতীয় পর্যায় সাংবাদিকতায় নেতৃত্ব দিয়েছেন। আমি আশা করবো বিশেষ করে সৃজনশীল কর্মকা-ে পুরুষের পাশাপশি নারীরা এগিয়ে আসবেন। আঁচল পত্রিকার পথ ধরে ফেনীতে আরো নারী সাংবাদিক এগিয়ে আসবেন। নারীদের অগ্রাধিকার দিতে হবে না হয় সমাজ পিছিয়ে পড়বে। বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্টে আজগর আলী বলেন, সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মাসিক ফেনীর আঁচল ফেনীর সাধারণ মানুষের মুখপাত্রে পরিণত হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নারী হয়ে এমন সাহসী উদ্যোগ নেওয়ার জন্য তিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাহিদা সাম্য লীনাকে ধন্যবাদ জানিয়েছেন। ফেনী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ বলেন, একটি পত্রিকা যতদিনই বেঁচে থাকে ততদিন পর্যন্ত দেশের কথা বলে, দশের কথা বলে, সমাজের কথা বলে, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে কথা বলে। সমকালে এসব গুরুত্ব না পেলেও মহাকালের পাতায় ঠিকই ইতিহাস হয়ে থাকে। আমি আশা করবো আঁচল পত্রিকার চলার পথ মানবিতা তথা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হোক। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাহিদা সাম্য লীনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্টে আজগর আলী, দৈনিক সমকাল ফেনী জেলা প্রতিনিধি শাহ জালাল রতন, ফেনী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ আমিন রিজভী, ডিবিসি নিউজ ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের ভূঞা। মো. শরীফ ভূঞার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এনএন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক ও কোষাধ্যক্ষ নুর উল্লাহ কায়সার, স্বাস্থ্য কথা পত্রিকার সম্পাদক ডা: নজির আহম্মদ, সাপ্তাহিক প্রতিক্রিয়ার সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক সৈয়দ মনির, দৈনিক ফেনীর সাহিত্য সম্পাদক আলমগীর মাসুদ, কবি ইকবাল চৌধুরী, কার্ডিয়াক সেন্টার’র তোয়ায়েল ইসলাম মিলন, কবি ফরিদা আখতার মায়া, মাইনুল রাসেল,সমীর উদ্দিন,শাহজালাল ভূঁইয়া,আমজাদ হোসেন রুবেল, নিউজ প্রেজেন্টার রেহেনা আক্তার মিতু, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাদ্দাম হোসেন প্রমুখ।

Loading