নেত্রকোণা জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ন কেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নিজে সরাসরি তদারকি করছেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান। সময় পেলেই তিনি ছুটে যাচ্ছেন কেন্দ্রগুলো পরিদর্শন করতে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক, নেত্রকোণা, কাজি মোঃ আবদুর রহমান নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়া মৌজার আশ্রয়ন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঘর নির্মানের জন্য ৯২ শতক খাস জামি পরিদর্শন করেন। এই জমিতে চল্লিশটি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যচ্ছেন।

তিনি শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে প্রধীনমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সকল কর্মকতৃা কর্মচারীদের বিশেষ নির্দেশনা দিয়ে যচ্ছেন ।শুধু তাই নয় তিনি আরও বলেছেন এই প্রকল্পে কোনরূপ কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা।জেলা প্রশাসকের সৃজনশীল কাজের ফলশ্রুতিতি খুশী জেলার প্রত্যেকটি মানুষ।

জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশে কোন মানুষ যেন গৃহহীন ও ভূমিহীন না থাকেন সে স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

 

 

Loading