স্বরচিত কবিতা

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২০, ২০২১

পৃথিবীর বলয়
সামছুদ্দোহা ফরিদ
এক দিকে কারো কান্না
অন্য দিকে কারো সুখ
তেমনি রাতের বিপরীতে দিন
সীমাহীন আয়োজনে বাঁজে বলয়ের বীণ।
বিরহে ব্যথিত শোকের ছায়া
অন্য দিকে গ্রথিত প্রেমের মায়া
উল্লসিত বিহ্বল আত্মহারা সমাবেশ
অন্য দিকে ধ্বনিত দুঃখের রেশ।
একই বলয়ে কারো প্রস্থান
কারো স্বাগতিক উচ্ছ্বাস
একই বলয়ে জীবন গাঁথা
প্রেম বন্ধনে বাহু ডোর।
এক দিকে উদয় আরেক দিকে অস্ত
বৃত্তের বলয়ে সবই ব্যস্ত।
একই বলয়ে দিবা রাত্রি
একই বলয়ে অভিযাত্রী ।
নিষ্ঠুর নিষ্ঠুর খেলা
কারো আবার অভিষেক, উচ্ছ্বাসের মেলা।
একই সাথে উত্থান ,একই সাথে পতন
একই সাথে জীবন আবার একই সাথে মরণ।
এমনি ভাবে আছে পৃথিবীর বলয়
শুরু যবনিকা পরিক্রমায় মহাপ্রলয়।

Loading