মহেশখালীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ৪

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২০, ২০২১

কক্সবাজারের মহেশখালী দ্বীপে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দ্বীপের কুতুবজোম ইউনিয়নের নোয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে দুই পক্ষের বন্দুকযুদ্ধে লিপ্তে হলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকরা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।

উভয়পক্ষে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবুল কালাম (৪০) নামের একজন মারা যান। এছাড়া গুলিবিদ্ধ আরও ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Loading