যুদ্ধ অব্যাহত থাকবে পাঞ্জশির উপত্যাকায়

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২১

তালেবান বিরোধী প্রতিরোধ বাহিনী সোমবার পাঞ্জশির উপত্যাকায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পাঞ্জশির দখলে নেয়া তালেবানের দাবির পর প্রতিরোধ বাহিনী এ ঘোষণা দিয়েছে। 

‘দ্য ন্যাশনাল রেজিসটেন্স ফ্রন্ট’ (এনআরআফ) বলছে, তারা পাঞ্জশিরে কৌশলগত অবস্থানে রয়েছে। তালেবানের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।

এদিকে এর আগে তালেবান আফগানিস্তানের সর্বশেষ অঞ্চল পাঞ্জশির উপত্যাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে যুদ্ধাবস্থা থেকে সম্পূর্ণ বের করে আনতে পেরেছি।

তালেবান বিরোধী মিলিশিয়া ও সাবেক আফগান নিরাপত্তা বাহিনী নিয়ে গঠিত ‘দ্য ন্যাশনাল রেজিসটেন্স ফ্রন্ট’ যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। টুইটে তারা জানিয়েছে, সুপরিচিত আফগান সাংবাদিক ও তাদের মুখপাত্র ফাহিম দাস্তি এবং জেনারেল আবদুল ওয়াদুদ জারা সর্বশেষ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

এদিকে এনআরএফ লড়াই চালানোর অঙ্গিকার করলেও আলোচনা করারও ইচ্ছে ব্যক্ত করেছে।

উল্লেখ্য, ১৯৮০ এর দশকে সোভিয়েত বাহিনী এবং ১৯৯০ সালে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে পাঞ্জশির উপত্যাকা প্রতিরোধের স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

Loading