রামগড়ে ৩৫০০ টাকা করে অনুদান পেল ১০১টি দুস্থ পরবিার

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে জাতীয় সমাজ কল্যাণ পরষিদরে পক্ষ থেকে স্থানীয় ১০১টি অসহায় দুস্থ পরবির ৩৫০০ টাকা হারে নগদ আর্থিক অনুদান পেয়েছে। উপজলো ও শহর সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহষ্পতিবার(২রা সেপ্টেম্বর) আনুষ্ঠানকিভাবে এ অনুদানরে টাকা বতিরণ করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত অনুদান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা র্কমর্কতা আজজিুর রহমান আনজুম ও শহর সমাজ সেবা র্কমর্কতা মো: আনোয়ার হোসনে।
অনুদানপ্রাপ্ত ১০১টি দুস্থ পরবিাররে মধ্যে উপজলোর ২টি ইউনয়িনরে ৬৮ এবং পৌরসভার ৩৩ টি পরবিার রয়েছে।

Loading