জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে আনন্দপুরে উন্মুক্ত বৈঠক

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ , আগস্ট ২৫, ২০২১

ফেনী প্রতিনিধি

জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে সরকারের উন্নয়ন, অগ্রগতি, উদ্যোগ এবং চলমান সামাজিক সমস্যা মোকাবেলায় করনীয় বিষয়ে ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামে সচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ফেনী জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ফুলগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য জনাব মর্জিনা আক্তার। সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত থাকেন। সমাবেশে বক্তারা সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা যথা মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়াও চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করা হয়। ফুলগাজী মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম তাঁর দপ্তরের নারীদের উন্নয়নে গৃহীত কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান নারীদের স্বাবলম্বী করতে তাঁর দপ্তর বিভিন্ন আয় বর্ধক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করেছে। এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে সেলাই, ব্লকবাটিক, ফ্যাশন ডিজাইনিং, ফুড প্রসেসিং ইত্যাদি। বিণামূল্যে এগুলোর যেকোন একটি প্রশিক্ষণ ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সী নারীরা গ্রহণ করতে পারবেন। এছাড়াও দুঃস্থ নারীদের জন্য সরকার বিভিন্ন ভাতা প্রদান করছে। ভাতাভোগীর সংখ্যা এবং ভাতার পরিমান দুটোই বৃদ্ধি পেয়েছে। জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ সম্পর্কে আলোচনা করেন। প্রত্যেকটা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে সরকারের যে ভিশন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার, তা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বিগত ১২ বছরে সরকারের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করেন। ফেনীর সোনাগাজীতে সরকারের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে জেলা তথ্য অফিসার বলেন, এটি ফেনীবাসীর জন্য অনেক বড় আশির্বাদ। কারন এই অর্থনৈতিক অঞ্চল থেকে সর্বাগ্রে লাভবান হবে ফেনীর মানুষ। তাদের কর্মসংস্থান হবে, অবকাঠামো উন্নয়ন হবে, ব্যবসা বানিজ্যের সুযোগ সৃষ্টি হবে। সরকারের উন্নয়নের সুফল পেতে সকলকে সচেতন ও শিক্ষিত হতে বক্তারা গুরুত্বারোপ করেন।

Loading