সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ , আগস্ট ৫, ২০২১

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর জোড়পুল এলাকায় ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়ক থেকেই সিঙ্গার ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স থেকে কালোধোয়ার কুণ্ডলী দেখা যায়।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে ফায়ার ম্যান দুলাল জানান, সকাল ৮ টা ২০ মিনিটে সিঙ্গার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই আমরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ফায়ার সার্ভিস, ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস, হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী থেকে মোট ১০ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রাথমিক ভাবে জানা গেছে, সাভারে সিঙ্গারের এই কারখানায় এয়ার কন্ডিশন(এসি) মেশিন তৈরী করা হত। এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি সাভার ফায়ার সার্ভিস।

Loading