লকডাউন বাস্তবায়নে যানবাহনে তল্লাশী

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ , জুলাই ২৫, ২০২১
কঠোর লকডাউন বাস্তবায়নে সিএমপির পক্ষ থেকে সড়কে চলাচলকারী প্রাইভেট যানবাহন, মোটর সাইকেল ও রিক্সাভ্যানে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ তল্লাশী কার্যক্রমে নেতৃত্ব দেন।
এসময় জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। বিধি-নিষেধ অমান্য করে সড়কে বের হওয়ার দায়ে গত ৩ দিনে দু’শতাধিক যানবাহন আটক করা হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশে নগরীর ৪টি প্রবেশ ও বাহির পথসহ মোট ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পক্ষ থেকে চেক পোস্ট বসানো হয়েছে।
সরকারের নির্দেশনা যাতে কেউ অমান্য করতে না পারে সে লক্ষ্যে পুলিশের ক্রাইম ও ট্রাফিক বিভাগ চেক পোস্টগুলোতে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে। প্রাইভেট গাড়ী ও রিক্সা যাত্রী কি কারণে বাসা থেকে বের হচ্ছে তা চেক পোস্টে তদারকি করা হচ্ছে ।

Loading