স্বরচিত কবিতা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ , জুলাই ১৮, ২০২১

খাওয়া
সামছুদ্দোহা(ফরিদ)
শুধু করি খাই খাই
হাতের কাছে যা পাই,
আবার কেহ হায় হায়
অল্পতে তুষ্টি নই তাই,
জীবনের জন্য নয়,নয় বাঁচার জন্য,
অন্যের অন্নে কেহ বা ধন্য,
ক্ষিধে নেই তবু ও খায়
বুঝে না,কি নেই, কি চায়।
জীবনভর খাওয়ায় লিপ্ত
গরু কি-না মানুষ বুঝা শক্ত
হুশ নাই ঘুষ চায়
যা পায় তা খায়,
যার আছে আরো চাই
চাওয়ার তো সীমা নাই,
ডান হাতে খায়,বাম হাতে খায়
খায় খায় যা ইচ্ছা তা খায়,
কেহ আবার মার খায়
কেহ আবার মাল খায়,
সিগারেটের টান খাই
তামাকের পান খাই,
খাওয়ার মাঝে আছি সবাই
চিন্তা-ভাবনার কাম নাই,
যা ইচ্ছে তাই
খাওয়াতে কি নিষেধ নাই?

Loading