সিআরবি হেরিটেজ ঘোষণাইউনাইটেড হাসপাতাল নির্মাণ নিয়ে আওয়ামী নেতাদের মধ্যে দু-টানা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ , জুলাই ১৬, ২০২১ কামাল পারভেজ :: নগরবাসীর বাঁচার অবলম্বন একমাত্র সিআরবি। শুধু উন্মুক্ত বিনোদনের জায়গা নয় এটা নিঃশ্বাস নেওয়ার জায়গা বাঁচার আকুতি দেহ রক্ষা করার কারিগর এই বটবৃক্ষ। নগরবাসিদের একটাই বক্তব্য আমরা সিআরবি এলাকার আশ-পাশে কোনো হাসপাতাল চাইনা। (৩) গত এক সাপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় চট্টগ্রাম বাসীর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তিনদিন ধরে চলছে বিভিন্ন সংগঠনে সারাদিন ব্যাপি মানববন্ধন। তারমধ্যে চট্টগ্রামের বিশিষ্টজনেরা গণমাধ্যমে তুলে ধরেছেন হাসপাতাল বন্ধ করে নগরবাসীকে বাঁচার আকুতি। (৪) এদিকে আওয়ামীলীগের কয়েকজন এমপি ও নেতারা সিআরবি পরিদর্শন করে।কয়েকজন এমপি হাসপাতাল হলেও শিরীষতলার কোনো ক্ষতি হবেনা বক্তব্যে বলেন, ঐদিকে উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কয়েকজন নেতা করা ভাষায় বলেন যেখানে দুই বছর আগেই চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) সিআরবি এলাকাকে হেরিটেজ জোন এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং পরিবেশ ও ইতিহাস ধ্বংস করে কোনো বহুতল ভবন হাসপাতাল হতে পারেনা।(৫) নেতাদের দুই রকমের বক্তব্যে নগরবাসী হতাশ। বিশিষ্টজন ও সংস্কৃতি ব্যক্তিদের মতে আওয়ামীলীগের দায়িত্বশীল এমপি ও নেতাদের কাছ থেকে এ ধরনের দু-টানা বক্তব্য হতাশ ব্যঞ্জব। ইউনাইটেড গ্রুপ হাসপাতাল করতে চাইলে আরও অনেক জায়গা রয়েছে সীতাকুণ্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় পরে আছে রেলওয়ের হাসপাতাল সেটাকেও কাজে লাগাতে পারে।(৬) নগরের অনেক পার্ক ছিলো সেগুলো ধ্বংস করে দিয়েছে যখন যে দল ক্ষমতায় এসেছে এসব নেতা কর্মীরাই। নতুন প্রজন্মের বাঁচার কিছুই নেই। (৭)ইতিহাস থেকেও মুছে যাচ্ছে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য। চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতারা ঘোষণা দিয়েছে হাসপাতাল নির্মাণ বন্ধের নির্দেশ না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। শেয়ার চট্টগ্রামবিষয়: