নেত্রকোণায় ভাসমান দিনমজুর ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা

মো: কবীর চৌধুরী, মো: কবীর চৌধুরী,

নেত্রকোণা জেলা প্রতিনিধি ( পূর্ব )

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ , জুলাই ৯, ২০২১

নেত্রকোণায় ভাসমান দিনমজুর ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে তোলে দেন জেলা প্রশাসক।

বুধবার (০৭ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান শহরের তেরীবাজার মোড়ে খেঁটে খাওয়া দিনমজুর ও দুঃস্থদের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন।

চলমান লকডাউনের বিধি-নিষেধেল ফলে তাদের ঘরে খাধ্যাভাব দেখা দেয়।  জেলা প্রশাসকের খাদ্য সহয়তা পেয়ে ভাসমান দিনমজুর ও দুঃস্থ মানুষেরা কিছুটা হলেও আনন্দিত এবং স্বস্তিবোধ করছেন।

এরপর জেলা প্রশাসক নেত্রকোণা পৌরসভায় কাঁচাবাজারের জন্য নির্ধারিত উন্মুক্ত স্থান পরিদর্শন করেন। শহরের মোক্তারপাড়া মাঠে কাঁচাবাজার স্থানান্তরের ফলে শহরের মানুষ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে তাদের প্রয়োজনীয় কেনা-কাটা করতে পারছেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক দোকানী ও ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্জ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার ও জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Loading