উজবেকিস্তানে আঞ্চলিক সম্মেলনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ , জুলাই ৮, ২০২১

দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য এশিয়ার কানেক্টিভি বাড়ানো নিয়ে চলতি মাসের মাঝামাঝিতে উজবেকিস্তানে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে ঢাকার হয়ে তাসখন্দে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চার দিনের সফরে আগামী ১৪ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর দেশটিতে যাওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী ১৪ জুলাই চার দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানে যাবেন। সেখানে দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য এশিয়ার যোগাযোগ বাড়ানো নিয়ে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে তাসখন্দে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

জানা যায়, তাসখন্দের সম্মেলনে করোনা পরিস্থিতিসহ সমসাময়িক ইস্যু বিশেষ করে আফগানিস্তানের চলমান উত্তপ্ত পরিস্থিতি আলোচনার টেবিলে গুরুত্ব পাবে।

Loading