নোয়াখালীতে ভুয়া ডাক্তার আটক,দুই বছরের বিনাশ্রম কারাদন্ড নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২১ ইফতেখাইরুল আলম,নোয়াখালী নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফয়সাল কবির (৩৬) নামে এক ভুয়া ডাক্তার কে আটক করে দই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন। এ ঘটনাটি ঘটেছে ৬ ই জুলাই মঙ্গলবার সন্ধ্যার দিকে। এ সময় আটক কৃত ডাক্তারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই দন্ডাদেশ দিয়ে পুলিশ হেফাজতে প্রেরন করেন। জানা গেছে ,জৈনিক ফয়সাল কবির নামের ঐ ভুয়া ডাক্তার ঢাকার মগবাজার চেয়ারম্যান গলির বাসিন্দা মাহফুজুর রহমান ওসমানের পুএ। সে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী রামগঞ্জ শহরের রয়েল হাসপাতাল ও চাটখিল এহছানিয়া হাসপাতালে এ্যানেসথেসিয়া সার্জন পরিচয় দিয়ে প্রতারনা করে আসছে। প্রকৃত ডাঃ ফয়সাল কবির, কিছুদিন আগে নোয়াখালী জেলা বিএম-এর সভাপতি ডা. এম এ নোমানের কাছে মুঠোফোনে অভিযোগ করেন, এ ভুয়া ফয়সাল কবির নামীয় এই প্রতারকের বিরুদ্ধে।পরে নেয়াখালী জেলা বিএম-এর সভাপতি কৌশলে তার নিজ হাসপাতালে প্যাকটিস করার জন্য ডেকে আনলে প্রাথমিক কথাবার্তায় অভিযোগ সন্দেহ হলে ভুুয়া ফয়সাল কবির নামীয় এই প্রতারকের রেজিষ্ট্রেশন নাম্বার সনাক্ত করা হয়।সেই অন্য একজন বিসিএস ক্যাডার ডাক্তারের রেজিষ্ট্রেশন ব্যবহার করে প্রতারনা করে যাচ্ছে। তাৎক্ষনিক তিনি থানা পুলিশকে সংবাদটি দিলে পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়। ভুয়া ডাক্তার প্রমানিত হওয়ায় নির্বাহী অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশতাক আহম্মেদের উপস্থিতিতে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ইং সালের ধারা ২৯ মতে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: