ধর্মপাশায় বাল্যবিয়ে করতে এসে ১০ হাজার টাকা জরিমানা দিল বর

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশায় করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে জনসমাগম ও অপ্রাপ্তবয়স্ক কনেকে বিয়ে করতে আসায় ১০ হাজার টাকা জরিমানা দিতে হল দেলোয়ার হোসেন নামে এক বরকে। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনাজানা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ জরিমানা করেন।

১৭ বছর বয়সী এক কনেকে বিয়ে করতে এসেছিলেন দেলোয়ার হোসেন। বিয়ে বাড়িতে জনসমাগম এবং কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় এ দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দেলোয়ার হোসেন ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি পান এবং বিয়ে না করেই বাড়ি ফিরে যান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে জনসমাগম করে বিয়ের আয়োজন করায় এবং কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্যবিয়ে বন্ধ ও বরকে জরিমানা করা হয়।

Loading