পুলিশ সদস্যদের সার্বিক খোঁজ -খবর নিতে নেত্রকোণায় ডিআইজি’র পরিদর্শন —

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , জুলাই ৭, ২০২১

করোনা কালীন সময়ে ময়মনসিংহ রেন্জ কার্যালয়ের ডিআইজি ব্যারিস্টার মোঃহারুন অর রশিদ (বিপিএম)পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিতে বুধবার (৭জুলাই)নেত্রকোণা পরিদর্শন করেন।
বুধবার (৭জুলাই)সকাল ১১টায় নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ে তাকে বরণ করেন জেলা পুলিশ সুপার মোঃআকবর আলী মুনসী।গার্ড অব অনার শেষে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃফখরুজ্জামান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ,কে এম মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর)মোঃআল আমিন হোসাইন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতা ও১০থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।তিনি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের খোঁজ-খবর ও তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।ডি আই জি ব্যারিস্টার মোঃহারুন অর রশিদ (বিপিএম)এ সময় জেলা প্রশাসক কাজি মোঃআব্দুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃনজরুল ইসলাম খানসহ প্রশাসন ও জনপ্রতিনিধি দের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।
এ সময় উনার সাথে ছিলেন, ময়মনসিংহ রেন্জের অতিরিক্ত ডি আই জি মোঃশাহ আবিদ হোসেন (বিপি এম)সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Loading