‘শ্রেষ্ঠ শুদ্ধাচার’ পুরষ্কার পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ , জুন ২৮, ২০২১


ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন।২৮জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরুপ শুদ্ধাচার পুরষ্কার (২০২০-২১)প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক এনামুল হক কে
সম্মানসূচক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃআব্দুল আলীম,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক /রাজস্ব) এস এম রফিকুন্নবীসহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।বিশেষভাবে উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা সফল ভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে এনামুল হক শুদ্ধাচার পুরষ্কার (২০২০-২১)লাভ করেন।
উল্লেখ্য ২০২১ সালের ৭মার্চ দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসক হিসেবে এ জেলায় প্রশাসনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন তিনি।তাছাড়াও অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাসজমি উদ্ধারও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রেখেছেন।

জেলা প্রশাসক এনামুল হক তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,জেলা প্রশাসক হিসেবে প্রায় ৩ মাস অতিবাহিত হওয়ার শুভক্ষণে ‘শুদ্ধাচার পুরষ্কার ‘প্রাপ্তি কর্মস্পৃহা ও কাজের দায়বদ্ধতা আরো বাড়িয়ে দেবে।দেশমাতৃকার কল্যাণে আরো বেশি নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।তিনি সকলের প্রতি ধন্যবাদও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Loading