প্রেমিকের বাড়ীতে অনশনরত প্রেমিকার বিয়ে

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , জুন ১১, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাড়ে ৬লাখ টাকা দেনমোহরে প্রেমিকের বাড়ীতে অনশনরত প্রেমিকার বিয়ে অবশেষে সাড়ে ৬লাখ টাকা দেনমোহরে বিয়ে অনশনের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন স্হানীয় আঃকাদের।দিনভর নানা নাটকিয়তার পর উভয় পরিবারের সমঝোতায় জল্পনা কল্পনার অবসান হয়।দাম্পত্য জীবনে সুখ ও শান্তির প্রত্যাশায় সকলের কাছে দোয়া কামনা করেছেন এই নবদম্পতি।
বিয়ের দাবীতে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের এক কলেজ ছাত্রী ৭জুন(সোমবার)বিকেল হতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া’র এনায়েতপুর ইউনিয়নের কাহালগঁাও গ্রামে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করে। সোমবার রাত থেকেই গা ঢাকা দেয় প্রেমিক বুলবুল।
কিন্তু প্রেমিকা কলেজ ছাত্রী কোন ভাবেই তার বাড়ী ছাড়েনি।খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় করে এই বাড়ীতে।শেষ পর্যন্ত বুধবার বিকেল থেকে সমঝোতার আলোচনা শুরু হয়।রাত৯টার দিকে উভয় পক্ষের সম্মতিতে স্হানীয় এনায়েতপুর ইউনিয়ন কাজী সাইফুল ইসলামের অফিসে সাড়ে ছয় লাখ টাকা দেনমোহরে নিকাহ রেজিস্ট্রি হয়।শামছুল হকের পুত্র বুলবুল কলেজ পড়ুয়া ম্যাটস এর শিক্ষার্থী।

Loading