চা বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক ইয়ামিন

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , মে ১৭, ২০২১

মহাসিন খান, জেলা প্রতিনিধি  :

চা বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক আশুলিয়া ইউনিয়নের চারাবাগ এলাকার ইয়াবা সম্রাট, ধর্ষন মামলার আসামি মোঃ ইয়ামিন এর দাপটে কোনঠাসা এলাকাবাসী। জমি দখল থেকে শুরু করে এই ইয়ামিন এর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। চারাবাগ মাদরাসার পশ্চিম পাশে গত ১বছর আগে ফকির নামে এক ভদ্রলোকের ১০ বিঘা জমি সন্ত্রাসী কায়দায় দখল করেন ইয়ামিন ও তার সন্ত্রাসী বাহিনী। এমন অভিযোগ করেন ঢাকায় বসবাসরত সেই জমির মালিক ফকির আহমেদ এর ছেলে। এবিষয়ে ফকির আহমেদ এর ছেলে বলেন আমার বাবা বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান কিন্তু তারা ইয়ামিনের ভয়ে এগিয়ে আসতে চায় না। পড়ে আমার বাবা নিজে বাদি হয়ে মোঃ ইয়ামিনের বিরুদ্ধে মামলা করেন। চারাবাগ উত্তর পাড়া রিজভী ফ্যাশন এর সাথে ৩ বিঘা জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করার অভিযোগ রয়েছে ইয়ামিন ও তার বাহিনীর বিরুদ্ধে। তিন দিন আগে চারাবাগ এলাকায় বশির নামে এক ব্যক্তি কে মারধরের অভিযোগ উঠেছে মোঃ ইয়ামিন ও তার বাহিনীর বিরুদ্ধে। ইয়ামিন ধর্ষন এর মত মামলায় গ্রেফতার হয়েও বেড়িয়ে আসে তবে সে মামলা এখনো চলমান রয়েছে জানা যায় । নাম না বলার শর্তে এলাকার একাধিক লোক বলেন এই ইয়ামিন গত ৮ থেকে ৯ বছর আগে চারাবাগ এলাকায় ছোট্ট একটা টং দোকানে চা বিক্রি করতো! কিন্তু অবিশ্বাস্য হলেও গত ৯ বছরে সে এখন কয়েক শত কোটি টাকার মালিক। মোঃ ইয়ামিন এর নেই কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই কোন বড় চাকরিয়ান তাহলে তিনি কি ভাবে হলেন এত টাকার মালিক। এলাকার আরেক জন বলেন এই ইয়ামিন ও তার স্ত্রীর মিলে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে এলাকার যুবসমাজ টা কে নষ্ট করে দিতেছে। তাই আমরা এলাকা বাসী হিসেবে প্রশাসনের কাছে কাছে অনুরোধ জানাই যেনো তাদেরকে আইনের আওতায় আনা হয়।

এবিষয়ে ইয়ামিন এর ব্যবহারিত মোবাইলে একাধিকবার কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

Loading