আশুলিয়ায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ , মে ২, ২০২১

লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সৌরভ ট্রান্সপোর্ট নামের পরিবহন পরিচালনাকারী একটি বে-সররি প্রতিষ্ঠান।

রোববার (২ মে) দুপুরে আশুলিয়ার বাইপাইলের হাজী মিজান মার্কেটে সৌরভ ট্রান্সপোট লিঃ এর কার্যালয়ে দেড় শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সানাউল্লাহ সানা, সৌরভ ট্রান্সপোট ট্রান্সপোর্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক স্বপন হোসেন চিশতী।

এ সময় সৌরভ ট্রান্সপোট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক স্বপন চিশতী বলেন, চলমান লকডাউনে সরকারি নির্দেশনায় গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকদের অবস্থা খুবই শোচনীয়। ফলে আমাদের সৌরভ ট্রান্সপোট লিঃ এর ব্যানারে যত গাড়ি চলে সে সমস্ত গাড়ির চালক ও চালকের সহকারিকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছি। যতদিন গণপরিবহন না চলবে ততদিন সৌরভ ট্রান্সপোট লিঃ এর পক্ষ্যে হতে পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দেওয়া অব্যাহত

থাকবে।

 

Loading