আশুলিয়ায় দুই হেফাজত কর্মী গ্রেফতার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , এপ্রিল ২৫, ২০২১ সরকারি কাজে বাধা, ভাঙচুর ও সাধারণ জনগণকে মারধরসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে হেফাজতের ২ কর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রোববার (২৫ এপ্রিল) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৪ এপ্রিল) রাতে আশুলিয়ার গাজীরচটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট এলাকার আশরাফ উদ্দিন মুন্সীর ছেলে মনির মুন্সী ও রশিদ মার্কেট এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল। তারা হেফাজতের কর্মী হিসেবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলে জানা গেছে।পুলিশ জানায়, গত ২৮ মার্চ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমীন। এই মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) এমদাদুল হক জানান, সরকারি কাজে বাধা ও ভাঙচুরসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মামলা হয়। সেই ঘটনায় প্রধান আসামি মনিরসহ দুইজনকে গাজীরচট থেকে গ্রেফতার করা হয়। শেয়ার ঢাকাবিষয়: