স্বরচিত কবিতা

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ , এপ্রিল ২১, ২০২১

সুন্নাত
সামছুদ্দোহা ফরিদ)
সুন্নাত মানে কোরআনের সরল ভাষা
নবীজীর (সাঃ) আদর্শের অনুরূপ
বিধাতার সংবিধান শাসনকারী
চিরন্তণ ফরমান আদর্শ স্বরূপ।
প্রকৃতির এক এককের সাথে
একক বার্তা আছে মিলে মিশে
তার বার্তা বাহক নবীজী (সাঃ)
পাঠালেন আল্লাহ তাঁকে অবশেষে।
সুন্নাত মানা মানে উম্মত হওয়া
সুন্নাত মানা মানে জান্নাত পাওয়া
সুন্নাত মানা মানে আল্লাহর খুশি
সুন্নাত মানা মানে আল্লাহর শানে বিলীন হুওয়া।
কত নবীর ফরিয়াদ হয়নি কবুল
শেষ নবীর উম্মত হওয়া
আফসুছ সবার থেমে গেল
কেবল কবুল ঈসা নবীর চাওয়া।
তাঁর শানে শাণিত মোরা
আমরা সম্মানিত উম্মত
বিনা আবেদনে শ্রেষ্ঠ আদম
তাহাই আল্লাহর একমাত্র রহমত।
পৃথিবীর রেখা টেনে রেখেছেন
তাঁর সুন্নাতের সীমানায়
সব কিছুই পরিমাপ হবে
তাঁর আদর্শে ন্যায় অন্যায়।
সুন্নাত মানে স্বাস্থ্য বিধি
মনে প্রশান্তির প্রতি
অনন্ত যাত্রার কারুকাজ পথ
জীবন্ত নবীজীর প্রতিনিধি।
সকল গুণের মহাগুণী তিনি
তিনি জগত পিতা মানব রূহানী
আল্লাহর নামের সাথে তাঁর নাম
যার গুণ গানে ফেরেস্তা কূল আসমানী।

Loading