স্বরচিত কবিতা

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , এপ্রিল ২১, ২০২১

এক স্রষ্টা মানবজাতির
সামসুদ্দোহা (ফরিদ)
প্রকৃতির অভিন্ন খেলায়
নির্দিষ্ট এক অভিন্ন সব
তুমি কেন মানব ভিন্ন ভাব
মিছিমিছি কলরব।
পশুপাখি ফুলের মাঝে
নয়তো কোন বিধাতার বিভাগ
মানুষ মানুষে ঐক্য হয়ে
কিভাবে নিজেদের করেছ পরিহাস।
ধর্ম বিভাগে স্রষ্টা যদি হতো ভিন্ন
ভিন্ন স্রষ্টা হত, হত ভিন্ন পৃথিবী
হত না কোনকিছুই অভিন্ন।
সৃষ্টির মাঝে মানুষ শ্রেষ্ঠ
তাহার নিচে পশু
তোমার হাতেই গড়িয়ে তুমি
কিভাবে বানালে তাকে যীশু।
তুমি বানালে স্রষ্টা
স্রষ্টার মাটি ঘর তার উপাদান
স্রষ্টার প্রতি কি ইহা সুবিচার?
ইহাই কি তার প্রতিদান?
বাবারে বাবা বললে
উত্তরে বলে সে কথা
তাকে সম্বোধন করলে ভিন্ন নামে
মহান স্রষ্টা পায় নাকো কোন ব্যথা?
মানুষ হয়েই করেছ ভিন্ন
স্রষ্টার সৃষ্টিতে প্রকৃতি তার প্রমান
তুমি নেমেছো অধঃপাতে
রাখনি তো তার মান।

Loading