স্বরচিত কবিতা

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ , এপ্রিল ১৮, ২০২১

নিদ্রা
সামছুদ্দোহা
নয়নের মাঝে নিদ্রা আছে
শয়নে আছে স্বপন।
স্বপনের সাথে নয়ন জড়া
নিদ্রা যখন দেয় তাড়া ।
চোখের মাঝে ভাষা আছে, আছে দিন ভর
তেমনি আসে নিদ্রা,নিশি চরাচর ।
নিশি আর নিদ্রা মিশে একাকার
বুঝি তোমায় চোখের সাধে শুধু বার বার।
চোখের মাঝে তুমি নিদ্রা শত জনম ধরে
তুমি ছাড়া আমি ওগো যাব যে মরে ।
স্বপ্ন কথা রঙ্গিন কর তোমার আলিঙ্গণে
বেশ করেছি প্রেম করেছি,করেছি তো মনে মনে ।
তোমার আভেসে স্বপ্ন জাগে,রঙ্গিন করেছ মন
দুটি নয়ন মুদি, কেবল অনুক্ষণ ।

Loading