স্বরচিত কবিতা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , এপ্রিল ১৬, ২০২১

কাদা ছুড়া ছুড়ি
সামছুদ্দোহা ফরিদ
মতামতের দাবানলে
কাদা ছুড়াছুড়ি
যারা দেখায় পথ
তাদেরই ভুল ভুরি ভুরি।
এক হওয়া,নেক হওয়া
দিয়ে তারা বাদ
লিপ্ত তারা কটু বাক্যে
সুবিধাবাদী বাড়িয়েছে প্রমাদ।
ভিন্ন দলের ভিন্ন মত
নামে মুসলমাল
আল্লাহর বিধান কুলষিত করে
রাখেনি নিজেদের মান।
এক আল্লাহ,এক কোরআন
এক মালিকের মানি ফরমান
এক দিয়েই এক হবো
মোরা কেন ভিন্ন রবো?
নাস্তিক মোনাফিক
হাসে ফিক ফিক
দেখে আলেমদের কান্ড
এরাই নাকি প্রতিষ্ঠিত করবে
ইসলাম ন্যায়ের দন্ড।
হানাফি,সালাফি,আহলে হাদিসের দ্বন্দ্ব
মনের ভিতর তালা দিয়ে
এক ফ্লাটফর্মে কাঁধে কাঁধ রেখে
সমালোচনা কর বন্ধ।
বিভেদ মানেই বিপদ
প্রশস্থ নাস্তিক মোনাফেকের পথ
এরাই আল্লাহর দুশমন
ঐক্যের শপথে হবো না মোরা বিপথ।
সাধারণ মুসলিম
গোলক ধাঁধাঁয় হিমশিম
হয়েছে কিংকর্তব্য বিমূঢ়
বিপথে বেমালুম।
ঐকতানের এক সুর
কোরআনের সুমধুর
বিভেদ ভেঙে বন্ধুর
অহমিকা ভেঙে কর দূর।
কাদা ছুড়াছুড়ি করি বন্ধ
দূর করে অন্তর্দ্বন্দ্ব
হই ইমাম মাহদীর সৈনিক
ভেঙে দিয়ে জালিমের ভীত।

 

Loading