স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , এপ্রিল ১৫, ২০২১ আধুনিক বিকার সামছুদ্দোহা(ফরিদ) জাহিলিয়াতের বর্বরতা ঢের ছাপিয়েছে আধুনিক সভ্যতা। আধুনিক মোড়কে সব কিছু ঢাকা বাহ্যিক সৌন্দর্যে সব কিছু ফাঁকা। অহেতুক শব্দে ছন্দে, তালে যুবক মাতোয়ারা লম্ফে জম্পে ওরা দিশেহারা। যুবতীর বাঁধন গিয়েছে খুলে বাঁধন হারা যুবক তা নিয়েছে তুলে। এখন নাকি অসভ্যতা আকাশে উড়ে সেই সুখ পাখি তারা খুঁজে মরে। সব কিছুর দৃশ্য অদৃশ্যে তার বাস সাইবার ক্রাইমে কারো সর্বনাশ। কথায় আর ফেসবুকে ভরে না তো মন ভিডিও কলে বন্ধু তুমি আসতে কতক্ষণ। ব্লু ফিল্ম দেখতে দেখতে কেটে যায় রাত মা ডাকে ঘুম ভাংগে না, কপালে রাখে হাত। আদব কায়দা বিদায় নিল বেহায়া নিল স্থান এ যুগে থাকল না সম্মানীদের মান। প্রেম কথা মুখে মুখে,ছিলানীতে পাকা ধ্বংস হচ্ছে যুব সমাজ, খেয়ে তারা ছ্যাকা। আধুনিকতার দোহাই দিয়ে করছে ক্যারিয়ার ধ্বংস মাদকদ্রব্য গ্রহণে ধ্বংস করছে বংশ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নাই,আছে শুধু বিকার রেগিং এ ছাত্র সমাজ হচ্ছে তারা শিকার। রাজনীতি হার মেনেছে দূর্নীতির কাছে দূরে যাচ্ছে সুধী সমাজ,বিজ্ঞরা হাসে। ছোট হচ্ছে বড়,বড় হচ্ছে নিঃস্ব কলে বলে ছলে হচ্ছে তারা বশ্য। যুগের চাকায় ঘুরে আসছে তারা আবার ফিরে মূর্খ অসভ্য ধনী হচ্ছে অট্রালিকা ঘিরে। শেয়ার অন্যান্যবিষয়: