স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , এপ্রিল ১৪, ২০২১ তোমাকেই খুঁজি সামচ্ছুদোহা(ফরিদ) বাঁধন হারা বাঁধের ন্যায় স্রোতসিনী নদী তুমি তুমি তো অন্য কেহ নয় মোর ধ্যান,মম অবনী। তৃষ্ণার্ত চাতক বারি পাণে শুন্য আকাশ থেকে মহাশুন্যে অতৃপ্ত আকাঙ্ক্ষা বশে তোমাকেই খুঁজি মম ধ্যানে। তোমার পছন্দেরজিনিসের মাঝে,তোমার পথ চলার পথে, স্মৃতি বিজড়িত সবখানে সবস্থানে অপলক চোখ কাঁদে মোর বিরহের কান্নার রথে। তোমাকেই খুঁজি প্রাণপণে প্রতিটি মানুষের মুখ দেখে অতৃপ্ত আত্বা আমার স্মৃতি কথা বিভোর তোমার সনে। তুমি না কথা দিয়েছিলে আমার বউ হবে, বউ সাজতে লাগত বেশ দৃষ্টিটাও কেঁড়ে নিয়েছিলে অলক্ষ্যে। কেমন তুমি,কথা বলছনা কেন? মম ব্যথায় দেয়না কি তব সাড়া? তুমি ছাড়া আমি একা চির রোগ যাবে না সারা। দিলাম তব মুখে ছিটা ছিটা শাওনের বৃষ্টির ফোটা আর প্রলেপের ভালবাসা মনে পড়ে কি এ কবতার কথা? বলেছিলে বলে হয়েছিলাম কবি তুমি এখন অনেক দূর শুধু কবিতা মোর সাথী আর ফেসবুকে দেখি তব ছবি। ভূলতে পারিনা কোন মতে মনে লাগে খুব লাগে ভূলতে পারিনা কোন মতে। শেয়ার অন্যান্যবিষয়: