স্বরচিত কবিতা

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ , এপ্রিল ১৪, ২০২১

আমাদের চেতনা
সামছুদ্দোহা
নতুন বছরের নতুন সূচনায়
মেতে উঠল কারা ,
দামাল ছেলের উলংগ নাচন
প্রকৃতি দিল সাড়া ।
থাকবে না তারা ঘরে বসে
সংস্কৃতির রঙ্গে মজবে
অপসংস্কৃতিকে বিদায় দিয়ে
সাজবে নতুন সাজবে ।
থার্টি ফার্ষ্ট আর ভেলেন্টাইন কে
দিবে তারা চির বিদায় ,
স্বীয় সংস্কৃতির গুরুত্ব দিয়ে
কাঁধে নিবে দায় ।
পাচ্ছাত্যের জৌলসে তারা
ধাঁধাঁবে না তাদের চোখ ।
চর্চা করবে না অপসংস্কৃতি
করবে না তারা ভোগ ।
শহীদের রক্তে রাঙ্গানো
ভাষার রঙ লাল
জয় বাংলার জয় ধ্বনি
গাইবে ভরে গাল ।

Loading