ছড়া

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ , এপ্রিল ১০, ২০২১

অবুঝ মজা
সামছুদ্দোহা(ফরিদ)
টিনের চালে বৃষ্টি পড়ে
টিপ টপ ঝম ঝম
কাঁথা নাও ঘুম যাও
চলে যাও অচিনপুরে।
হাত ধর কান চাপ
ওয়া—ওয়া–ওয়া—-
বাঁশ বন,কাশ বন অদুরে
হেলে দুলে পড়ে।
ডুব দাও,গভীর যাও
পানির তল দেশে
বৃষ্টির ফোটায় ফুটকি উঠে
ফুটাও আহলাদ ভরে।
চল যাই আম খাই
গাছে ঢিল মেরে
হাত চালাও,ত্বরা কর
গায়ের বধু আসছে তেড়ে।
রঙ বেরঙের ফড়িং
উড়ে তিড়িং বিড়িং
সবুজ গাছের উপরে
মজা পাই চুপটি করে ধরে।
জোনাকি পোকা জোনাকি পোকা
একটুকু দাঁড়া ভাই
তোর পাছাতে বাতি জ্বলে
দেখতে পাই চোখ মেলে।
পুকুর ধারে তাল তলে
চারা করেছি মাছ জমে
বড়শি নিয়ে দল বেঁধে
মাছ ধরবি ছিপ মেরে।
চাঁদের আলোয় লুকোচুরি
এ খেলায় নাই জুড়ি
বের কর তাড়াতাড়ি
নতুবা থুক্কু থুরি।
দল বেঁধে গোল্লা ছুট
নতুবা বৌ ছুট
এহল ছেলে বেলা
জীবন ছিল খেলা ধূলা।

Loading