স্বরচিত ছড়া

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ , এপ্রিল ৯, ২০২১

মৎস্য কন্যা
সামছুদ্দোহা(ফরিদ)
মৎস্য কন্যা মৎস্য কন্যা
তোমার বাড়ি কই ?
সাগর তীরের জেলের কন্যা
সাগর তীরে বাড়ি
আমার সাথে কওনা কথা
না হলে দিবো কিন্তু আড়ি।
মৎস্য কন্যা শুনে কথা
জেলে কন্যার দুঃখ ব্যথা
তুমি আমার বন্ধু হবে ?
তীরে এসে দেখা দিবে?
মৎস্য কন্যার শুনে আর্জি
জেলে কন্যার দিল মর্জি।
আমার বাড়ি অনেক দূরে
সাগরের খুব গভীরে
তোমার জন্য আসবো ফিরে
তোমার এ ছোট্ট নীড়ে ।

Loading