স্বরচিত কবিতা”বৃথা স্বপ্ন”

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , মার্চ ২৯, ২০২১

কত মনের কত খেলা
ভাসে কেবল মায়াবী ভেলা,
আবেগের তরী এমনি চলে
বাস্তবতা ছিল না কোন কালে।
তবুও মানুষের নাই কোন হুশ
বেহুশ বেহুশে অযথা খুশ।
অবাস্তবতার যতই হোক হানা
অন্ধকার নাশে ক্ষণিকে, তা জানা।
আধারের ত্রাসে দিবসের আলো
হয়নি কখনো এলোমেলো।
স্বপ্নের রাজ্যে বাস্তবতা
কেবলই কাঁদে নীরবতা।
সফলতা তেমনি বিফলতা
স্বপ্ন নীড়ের কোমলতা।
আশা, জীবন, প্রতিপত্তি বলি
ভাব আবেগে যতই চলি
অসারে আসার জীবন খানি
পরিসমাপ্তি জীবন অরণী।
কত আত্মার হাহাকার ধরনীর বিকার
অলীক স্বপ্ন কে করল ছারখার,
তবুও জাগেনি, ফিরে পায়নি ধী
অন্ধকারে হাতড়িয়ে কেবলি নিরবধি।

Loading