রামগড়ে ৪৩ বিজিবি কতৃক অসহায়দের মাঝে আর্থিক সাহায্য প্রদান।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ , মার্চ ১৪, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ৪৩ বিজিবি মাদ্রাসা, মন্দির, কেয়াং পেগোডা ও দুঃস্হদের মাঝে গৃহনির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেছে।

আজ রবিবার সকাল দশটায় রামগড় পৌর সভার তৈচালা জোন সদরে শান্তকরন কর্মসুচির আওতায় রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার দুঃস্হ পাহাড়ি ও বাঙ্গালি পরিবারের মাঝে গৃহনির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন রামগড় ৪৩ বি জি বির জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল মাযাহার।

শান্তকরন কর্মসুচির আওতায় চিকিৎসা, শিক্ষা, দরিদ্র মেয়ের বিয়ে, মাদ্রাসা, মন্দির,কেয়াং উন্নয়নে ব্যক্তি ও প্রতিষ্টান কে এই সহায়তা দেওয়া হয়।

এই কর্মসুচির আওতায় আটাশ ব্যক্তি ও প্রতিষ্টান কে সাতানব্বই হাজার নয়শত পণ্চাশ টাকা ও আট বাণ্ডিল ঢেউটিন বিতরন করা হয়।

জোন অধিনায়ক গণমাধ্যম কর্মীদের জানান উপজেলার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের লেখাপড়ায় উৎসাহীত করতে শিশুদের তিনি খেলনা ও ক্রীড়া সামগ্রী বিতরন করবেন।
তিনি জানান সীমান্তে আইনশৃঙ্খলা মাদক,চোরাচালান দমনের পাশাপাশি বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Loading