স্বরচিত কবিতা “সত্যিকারের কথা”

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ , মার্চ ১২, ২০২১

সত্যিকারের কথা
সামছুদ্দোহা(ফরিদ)
সত্য বলা ছাড়ছে মানুষ
অসত্যে করছে বাস
অন্যায়কারীর সংখ্যা বেশি
দেশ ও দশের সর্বনাশ।
প্রতিবাদকারী হবে কুপোকাত
অন্যায় যাবে বেড়ে
সত্য বললে ভাই
অন্যায় কারী আসবে তেড়ে।
সমাজের বেশি মানুষ
অন্যায় দেখায় পথ
মনুষত্বকে বিদায় দিয়ে
ন্যায় কে করছে বধ।
কথা দিয়ে রাখে না কথা
সদা অন্তরে আঘাত দিয়ে
নির্মমতার আকাশ ছেপে
মানুষ কে দেয় কষ্ট ব্যথা।
আত্মীয়ের চেয়ে,জীবনের চেয়ে
টাকা সম্পদ হয় বড়
আত্মীয় আনাত্মীয় হয়ে
সব কিছু করছে নড় বড়।
চোখের সামনে মরছে মানুষ
চোখের সামনে কবর
উপলব্ধি আসে না হৃদয়ে
আসল ঠিকানার নাই খবর।
একবার আসে জীবন
একেবারে জীবনের পরিণয়
মানুষে মানুষের সাথে
সারাক্ষণ চালাচ্ছে অভিনয়।
ক্ষনিকের রঙ্গ মঞ্চে
মানুষের অসীম প্রত্যাশা
পূর্ণতা আসে নি কখনো কারো
থমকে আসে নীরব ভাষা।
নিউজ আজ ফেসবুকে
টাকার মাঝে ঘুরছে মমতা
মানুষ মানুষ বাড়ছে বিভেদ
নাই কোন মমতা।
সাধু বেশে বক ধার্মিক
সুন্দর বুলির ঝুরি
আসলে সে অপরাধী
প্রতারনার নাই জুড়ি।
মিথ্যার ঢেউ তরংগে ভাসে
মোবাইলে কেহ না দেখে
প্রতারনার রাজ্যে আমরা সাবাই
আছি ভাল মানুষের রঙ মেখে।
পৃথিবীর সকল বস্তুর কাছে
বিক্রি হচ্ছে ঈমান
মানুষ স্রষ্টাকে ভুলে
বেমালুম বেঈমান।

Loading