রাঙ্গুনিয়ায় গৃহবধু ধর্ষন: আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , মার্চ ৬, ২০২১

সচেতন নারী সমাজ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আজ (৬মার্চ) রাঙ্গুনিয়ার গিরুজ ফকির বাড়ীর গৃহবধুর ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। সংগঠনের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ডিফেন্ডার প্রিয়াঙ্কা মন্ডল. আরো উপস্থিত ছিলেন, পাখি বেগম, ফাতেমা বেগম. মনি বেগম, ফিরোজা বেগম রাবেয়া বেগম, শুকতারা বেগম প্রমুখ। ২০২০ সালে গৃহবধু হালিমার পরিবারে ৭ সদস্যকে অপহরণ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গভীর অরণ্যে চন্দ্রঘোনা সাব স্টেশন এলাকায় জয়নাব বেগমের বাড়ীতে নিয়ে আটক করে রাখেন। জান্নাত ও জয়নাবের ভাড়া করা দুর্বৃত্ত এ কাজটি করে। ঘটনার ৪ দিন পর হালিমা বেগম(২৬) এর ছোট বোন ফাহিমাকে(৯) তাদের থেকে আলাদা করে অন্য জায়গায় নিয়ে যায়। হালিমা স্বামী আব্দুল হক অন্যান্য সদস্যদের নিয়ে থেকে পালাতে সক্ষম হয়। প্রায় দুই মাস পর হালিমা বেগমকে কাউখালী থানা পুলিশ গভীর অরণ্যে থেকে উদ্ধার করে। হালিমা বেগম জানায়,আব্দুল জব্বার (৪৫), ইয়াসিন আরাফাত, মো.সেলিম (৩০), মহিউদ্দিন (৩০), মোহাম্মদ টিপু (৩৬), এরা পালাক্রমে দুই মাস ধরে হালিমা বেগম কে আটকে রেখে ধর্ষণ করেছে। এ ব্যাপারে পুলিশ উদ্ধার হওয়ার পরে পুলিশ কোন মামলা না নিলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৩, ভিকটিম নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা টি পি আই বি তদন্ত করছে। এখনো পর্যন্ত কোন আসামীর গ্রেপ্তার না হওয়ায় ভিকটিম চরম অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করতেছে। তিনি প্রধানমন্ত্রীসহ পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানববন্ধনে হালিমা বেগম উপস্থিত ছিলেন।

Loading