যান জটের ভোগান্তিতে নেত্রকোণা সদরবাসি পাশাপাশি মৃত্যুর ফাঁদ।

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , মার্চ ১, ২০২১

প্রতিদিনের একই চিত্রে স্থবির হয়ে যাওয়া যান বাহন গুলো অসহায়ত্বের কথাই যেন কারো না কারো কাছে নালিশ করে যাচ্ছে। কিন্তু বিচারের আর্তনাদ নির্বিচারে হাওয়ায় ধ্বনিত হয়ে নেত্রকোণা শহরের আকাশ ভারী হচ্ছে। প্রকৃতির বিরুপ পরিবেশ সৃষ্টি হয়না নিজে নিজে। এ তো মানুষের তথা আমাদেরই কর্মফল। তবে তার সমাধান আছেই। কখনো দেখা যায় রাস্তার দু ধারে মোটর সাইকেলের সারি, কখনো বা ভ্যান ওয়ালার পশরা তারপর দোকানি ব্যবসায়ীদের ফুটপাথ দখলে সরঞ্জাম। অটো রিক্সার যেখানে সেখানে যাত্রী তুলা আর নামানো এবং দৈত্য ট্রাকের অনধিকার হঠাৎ প্রবেশ এ জ্যামকে মহা জ্যামে পরিণত করেছে। প্রশস্ত হচ্ছে রাস্তা। উন্নয়ন হচ্ছে অনেক কিছুই। কিন্তু প্রশস্ত হয়নি মানুষের মন। ট্রাফিক নিয়ম কে উপেক্ষা করে অন্য যান কে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা দূর্ঘটনার জন্য দায়ী বলে মনে হয়। আবার, মাঝেমাঝে একমুখী ব্যস্তময় রাস্তায় যানবাহন ঘুরানো ও এর জন্য অনেক টা দায়ী। আমরা আর কোন মায়ের বুক খালি দেখতে চাই না। আমরা চাই কাঙ্খিত পরিবর্তনের মাধ্যমে গুচবে নেত্রবাসির অসহনীয় জ্যাম জটের পরিসমাপ্তি আর সুনিশ্চিত হবে মানুষের জান মালের নিরাপত্তা। এ সমাধানে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামণা করছে পৌরবাসি।

Loading