স্বরচিত কবিতা “ইমিটেশন সোনা”

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২১

ইমিটেশন সোনা ভাই,ইমিটেশন সোনা
ভিতরে এক বাহিরে যায় না চেনা।
কষ্ট পাথরের ও আজ ভেজাল
চিনা দায় কোন টা বেজাল কোন টা আসল মাল।
কান্নায় বেজাল,হাসিতে বেজাল,ভালবাসায় জাল
আসলেই ভাই সব জায়গায় গোলমাল।
বেশ্যার সৌন্দর্যের রূপে হারায় আসল গুণ
ফেরি করার জৌলসে ঝলসে তাদের মন।
বিজ্ঞাপণ আর প্রজ্ঞাপণে সাজ সাজ রব
মানুষ আজ খুব খুশি পেয়ে বেজাল সব।
যাচাই আর বাচাই করার সময় নাহি মিলে
যা পায় সামনে তাই তারা গিলে।
মুখোশ পরে মুখোশধারী করে বাজিমাত
ভাল মানুষ মার খেয়ে কপালে রাখে হাত।
কোন টা আগুন, কোনটা প্রভা
কোন টা গোলাপ, কোন টা বা জবা।
সমস্ত মানুষের মুখগুলো মুখোশ মনে হয়
বিশ্বাস অবিশ্বাসের মাঝে আসে যেন ভয়।
সব নীতি আজ কথার মাঝে
মিলে না ভাই কথা আর কাজে।
সব কিছু আজ মাকাল ফল
বিকল আছে ভাই সবার আকল।
নকল কথায় জড়িয়ে মারে ভক্তের হৃদয়
অবশেষে ফিরে আসে মজলুমের বোধয়।
লোভের ফাঁদে কপোকাত হাজারো জন
এভাবে খুয়ে যায় জমানো কষ্টের ধন।
বন্ধু বেশে ভালবেসে শত আছে ছলনা
এদের ফাঁদে পড়ে কখনো লোভে ভুলনা।

Loading