ধর্মপাশায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৩, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের ব্যবসায়ী তানভীর হাসানের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে (গতকাল ২২/০২/২১ইং) দুপুর ১২ টায় মানববন্ধন পালন করা হয়।

উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে এলাকার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বুলবুল আহমেদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহাজুল ইসলাম, জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ, আহত তানভীরের মা আছিয়া বেগম, রাজাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, জেন্সি আক্তার, ব্যবসায়ী সাদ্দাম হোসেন প্রমুখ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, তানভীরের ওপর সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার পর পরই দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Loading