দেশে করোনা টিকা নিয়েছেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৬, ২০২১
ফাইর ছবি

দেশে এ পর্যন্ত সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এদের মধ্যে ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন পুরুষ এবং ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন নারী রয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৯০২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৭ হাজার ১০ জন রয়েছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৭৫ হাজার ৪৪৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ হাজার ৬০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ১৯ হাজার ৯৫৯ জন, রাজশাহী বিভাগে ১ লাখ ৫৩ হাজার ৬৮৩ জন, রংপুর বিভাগে ১ লাখ ১৭ হাজার ৪৪৫ জন, খুলনা বিভাগে ১ লাখ ৫৩ হাজার ১৮৫ জন, বরিশাল বিভাগে ৬৩ হাজার ৬৫৯ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫ হাজার ৬৩৬ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Loading