পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুই বালু ব্যবসায়ীকে জরিমানা

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৪, ২০২১

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর চান্দোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে রুবেল (২৪) ও সুলতান (২৬) নামে দুই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার করে টাকা ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বালু মহাল ও মাঠি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫) ১ ধারায় এ সাজা দেন।
বৃহস্পতিবার বিকেলে বড়হরিপুর চান্দোয়া নদী এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে রুবেল ও সুলতানকে তখন জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ওই দুই বালু ব্যবসায়ী জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, বলেন, এধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

Loading