চট্টগ্রামে পৌঁছেছে করোনার টিকা

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ , জানুয়ারি ৩১, ২০২১

চট্টগ্রামে এসে পৌঁছেছে বহুল প্রতীক্ষিত ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। আজ রোববার (৩১ জানুয়ারি) সকালে ৩৮টি কার্টুনে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, প্রথম ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেলের চারটি আউটলেট থেকে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে। চিকিৎসক, নার্স, প্রশাসন ও পুলিশসহ যারা সামনের কাতারে ছিল অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের টিকা দেয়া হবে।

তিনি বলেন, চট্টগ্রামে কে আগে টিকা দিবে এখনো নির্ধারিত হয়নি। যে স্বেচ্ছায় ইচ্ছে প্রকাশ করবে তাকেই টিকা দেয়া হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে চট্টগ্রাম নগরীর ১৫টি হাসপাতালের ভ্যাকসিন দেয়া হবে। সিভিল সার্জনকে প্রধান করে ভ্যাকসিন গ্রহণে ৭ সদস্যের কমিটি করা হয়। আর ভ্যাকসিন পরবর্তী জটিলতা পর্যবেক্ষণে চমেক পরিচালককে চেয়ারম্যান করে ১৪ সদস্যর বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রাত আড়াটার দিকে পুলিশ পাহারায় ঢাকা থেকে চট্টগ্রামের হালিশরস্থ বেক্সিমকোর ডিপোতে আনা হয় ভ্যাকসিন বহনকারী ফ্রিজার ভ্যান। এর পর সকাল ৭টায় জেনারেল হাসপাতাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে ভ্যানটি। এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাববীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Loading