রামগড়ে বারি কাঁঠালের মাঠ দিবস উদযাপন।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , জানুয়ারি ২৭, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে উদযাপিত হয়েছে বারি কাঁঠালের মাঠ দিবস। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় বুধবার (২৭ জানুয়ারি) উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় এ মাঠ দিবস উদযাপন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগ ও সোসাইটি ফর সাসটেইনেবল আরবান এন্ড রুরাল ডেভেলপমেন্ট এরিয়া(সার্ডা) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রকল্পের অধীনে বারি কাঁঠাল ১, বারি কাঁঠাল ২ ও বারি কাঁঠাল ৩ জাতের ৩০টি বাগান সৃজন করা হয় রামগড়ের বিভিন্ন এলাকায়। বারোমাসি এ কাঁঠাল চাষ সম্প্রসারণ প্রকল্পটি শুরু হয় ২০১৮ সালের মার্চে।
বুধবার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপার বুদংছড়া এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম ফয়সল। বিশেষ অতিথি ছিলেন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ এমদাদুল হক। এছাড়া প্রকল্পের প্রধান গবেষক ড. মোঃ জিল্লুর রহমান ও কো পিআই মোঃ আনোয়ারুল ইসলামসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মাঠ দিবসের অনুষ্ঠানে প্রায় ৬০ কৃষক অংশগ্রহণ করেন।

Loading