নেত্রকোনায় একই পরিবারে আ:লীগ-বিএনপির মেয়র প্রার্থী

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ , জানুয়ারি ১৪, ২০২১

নেত্রকোনায় একই পরিবারে আ:লীগ-বিএনপি মেয়র প্রার্থী। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তারই ভাতিজা আবদুল্লাহ আল মামুন খান জেলা শহরের চকপাড়া এলাকার ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য তারা।

নেত্রকোনা পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক-১ আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান। তার বাবা মরহুম আব্বাছ আলী খান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমএনএ এবং দুইবার নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমান মেয়র হিসাবে দাযিত্বপালন করছেন।

অন্যদিকে জেলা শহরের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি। রনির পিতা বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের প্রতিষ্ঠাতা কমান্ডার, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি।

Loading